সুনামগঞ্জ সড়কে ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

    0
    248

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রীজ সংযোগ সড়কে ব্যাপক ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেন,এলজিইডি নির্বাহী প্রকৌশলীগন। এসময় তারা যানবাহন চলাচল ও জনদূর্ভোগ লাগব করতে দ্রুত মেরামত করবেন বলে আশ্বাস্থ করেন।
    সোমবার(২৯জুলাই)দুপুরে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ব্রীজ সংযোগ সড়কে ব্যাপক ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেন,এলজিইডি ঢাকা নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক,সিলেট অ লের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মহসিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন,সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী ছাইদুল্লাহ মিয়া,সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার,তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ প্রমুখ।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,এসড়কে ভাঙ্গনের কারনে একমাস ধরে জেলা সদরের সাথে এসড়ক দিয়ে সিএনজি,লেগুনাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল একবারেই বন্ধ ছিল। যানবাহন বন্ধ থাকায় শিক্ষার্থী,চাকরীজীবি,পর্যটক,ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষ চরম দূর্ভোগ মাঝে ভাঙ্গা অংশে পায়ে হেটে চলাচল করছিল। এখন(সোমবার থেকে)কিছু অংশ মেরামত করায় যানবাহন চলাচল করছে তা সম্পুর্ন হয় নি। ঈদের পূর্বেই এই সড়কে চলাচল সম্পূর্ন চাল হবে। চালু হলে মানুষের দূর্ভোগ কম হবে।

    উল্লেখ্য,গত ২৪জুন থেকে টানা কয়েকবার তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢলে পানির চাপে গুরুত্বপূর্ন তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের একাধিক স্থানে ভাঙ্গনসহ আনোয়রপুর ব্রীজের সংযোগ সড়কটি বেশ কিছু অংশ ভেঙ্গে যায়।