সুনামগঞ্জ সীমান্তে ৪ লক্ষ টাকার ভারতীয় মদ আটক

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে পাচাঁর হচ্ছে মাদ,গাজা,হেরুইন,ইয়াবা,কাঠ,কয়লা ও চুনাপাথার। গতকাল শনিবার ভোররাতে জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে বিজিবি সোর্স পরিচয়ধারী নবীকুল,নুরু মিয়া ও আব্দুল গফ্ফারের নেতৃত্বে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ৫০টন কয়লা পাচাঁর করা হয়।

    পরে এসব কয়লা যাদুকাটা নদীর তীর সংলগ্ন ছিলা বাজার ও পার্শ্ববর্তী রেন্টি বাগানে আব্দুল আহাদের বাড়ি ঘাটে রেখে ওপেন বিক্রি করা হয়।

    অন্যদিকে আশাউড়া সীমান্ত ১২২০নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁর করে নিয়ে যাওয়ার সময় শাহপুর নামকস্থান থেকে ২৬২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করা হয়। আটককৃত মদের মূল্য প্রায় ৪লক্ষ টাকা। অভিযান চালিয়ে মদ আটক করলে চোরাচালানীদের আটক করতে পারেনি বিজিবি।

    সুনামগঞ্জ ২৮বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।