সুনামগঞ্জে নিহতদের পরিবারকে ২০হাজার করে টাকা প্রদান

    0
    248

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত সাত জনের প্রত্যেকের পরিবারকে সুনামগঞ্জের প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার করে টাকা প্রদান হয়েছে।
    রবিবার বিকালে নিহতদের প্রত্যেকের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি,সুনামগঞ্জ- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১আসনের মাননীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ,পুলিশ সুপার মিজানুর রহমান,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহসহ অন্যান্যরা। এসময় শোকাহত পরিবারে সদস্যদের শান্তা দেন সবাই।
    উল্লেখ্য,রবিবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ-দিরাই সড়কের পাথারিয়া-গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭লেগুনা যাত্রী নিহত হয়েছে। এসময় বাস ও লেগুনা সড়কের দুপাশে ছিটকে পড়ে যায়।
    নিহতরা হল,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (১৬),একই উপজেলার গাগল গ্রামের ফজল মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া (১৭),মোঃ আলীর ছেলে মোঃ আফজাল মিয়া (১৭),শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাশের ছেলে মিতেশ দাস(২৫),ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটি পাড়া গ্রামের নারায়ন চন্দ্র সাহার ছেলে শিপন কুমার সাহা (৩৩),দিরাই উপজেলার রাফি নগড় ইউনিয়নের সিচনী গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে ফজল করিম ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মোঃ রোমান (২৮)।