সুনামগঞ্জে ডিজিটাল রেকর্ড রুম,ই-মিউটেশন এবং

    0
    245

    গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ডিজিটাল রেকর্ড রুম,ই-মিউটেশন এবং গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা শনিবার (১১/০৯/২০১৯)বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।

    এসময় বিভাগীয় কমিশনার মহোদয় বর্তমান সরকারে ডিজিটাল কার্যক্রম এবং সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগের স্বীকৃতির লক্ষ্যে বিভিন্ন ডিজিটাল সেবা কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক,স্থানীয় সরকার,সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ হারুন অর রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমাসহ অন্যান্যরা।

    ডিজিটাল রেকর্ড রুম, ই-মিউটেশন এবং গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভায় জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান-১, ইউপি সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।