সুনামগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

    0
    221

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে মঙ্গলবার (২৩জুলাই)সকালে আলোচনা সভা, জনসেবায় অবদানের জন্য দপ্তর ও ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ শাকিল আহমেদের অনুষ্ঠানে উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ,সুনামগঞ্জ সরকারি কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ হারুন অর রশীদ।

    জাতীয় পাবিলক সার্ভিস দিবস নিয়ে পাওয়ার প্রয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আখতার জাহান সাথী।
    আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন।
    আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।