সুনামগঞ্জে আ’লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

    0
    218
    সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জে বাংলাদেশে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
    মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলার ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।
    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পনের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, দুর্যোগও ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক শাহ আবু নাছের, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজ মিয়া, দপ্তর সম্পাদক নূর আলম সিদ্দিকী উজ্জ্বল, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন,প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরিন সাবু,সদস্য দাউদ পীর, আতিকুল ইসলাম আতিক,মোতাহের হোসেন আখঞ্জী শামীম প্রমূখ।
    দলীয় সূত্রে জানা যায়,প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করার কথা ছিলো দলের নেতাকর্মীদের। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড-১৯)এর প্রকোপে দেশে মহামারির রূপ নেওয়ায় সরকারের বিধিনিষেধে গণসমাগম না করে সীমিত পরিসরে দিবসটি পালন করার।