সুনামগঞ্জে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বর্ষবরন

    0
    236

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ১১টি উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নবর্বষকে বরন করেছে জেলাবাসী। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে জেলার সকল প্রতিষ্টানের অংশ গ্রহনে একটি বন্যার্ঢ র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জুবলী স্কুল সংলগ্ন বালুর মাঠে গিয়ে শেষ হয়।

    র‌্যালীতে অংশ গ্রহন করেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ,সংসদ সদস্য ফজলুর রহমান মিছবাহ,জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান,পৌর মেয়ার নাদের বখত,জেলা আ,লীগের সাধারন সম্পাদক এনামুল কবির ইমন,ফৌজিয়ার সাম্মি,শফিকুল ইসলাম,জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক দলের নতৃবৃন্দ,জলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,সরকারি বসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক শিল্পী সংগঠনের সদস্যবৃন্দ,স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রণিপেশার লাকজন উপস্থিত ছিলেন।

    র‌্যালীতে লাঠি খেলা সাপের খেলা,মহিষের গাড়ি,গরুর গাড়ি,ঘোড়াসহ আবহমান গ্রামীন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।