সুনামগঞ্জের শ্রীরামসি গ্রামে গণহত্যার ৪৮বছর পূর্ণ

    0
    223

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩১আগস্ট শ্রীরামসি গ্রামের গণহত্যার ৪৮ বছর পূর্ণ । স্বাধীনতার যুদ্ধের সময় আজ শনিবার এই দিনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে শান্তিপ্রিয় এলাকাবাসীকে গণহত্যার শিকার হতে হয় পাক-হানাদার বাহিনী ও রাজাকার বাহিনীর
    হাতে।
    জানা যায়,আজকের এই দিন সকাল অনুমান ১০টায় পাকিস্তানি হানাদার বাহিনী বেশ কয়েকটি নৌকাযোগে স্থানীয় শ্রীরামসি বাজারে আসে এবং রাজাকার বাহিনীর সহযোগিতায় শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ে নির্মম এক হত্যাযজ্ঞ চালিয়েছিল।
    স্থানীয় রাজাকার আহমদ আলীসহ বেশ কয়েকজন রাজাকার দ্বারা শ্রীরামসি গ্রামবাসীকে শান্তি কমিটির সভা বলে খবর দিয়ে ডেকে আনা হয় তৎকালীন শ্রীরামসি হাই স্কুল (শ্রীরামসি স্কুল এন্ড কলেজ)-এ তখন তারা শান্তিরআশায় জড়ো হন বিদ্যালয় প্রাঙ্গণে। যে বা যারা সেখানে আসতে চাননি রাজাকার দ্বারা বাড়ি থেকে আনা হয় তাদেরও। এক পর্যায়ে পাক হানাদার বাহিনী ও
    রাজাকারদের সমন্বয়ে ১০-১৪ জন করে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নিরপরাধ ১২৬জন লোককে হত্যা করে। এমনকি তারা কয়েক শতাধিক বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
    সেই দিনের হত্যাযজ্ঞ স্মরণ রাখার জন্য ১৯৮৬ সালের ৩১ আগস্ট সর্বপ্রথমশ্রীরামসি আঞ্চলিক শহীদ দিবস পালন করা হয়।
    পরে স্থানীয় তখনকার যুবকদের সমন্বয়ে শহীদ স্মৃতি সংসদ নামে একটি সামাজিক
    সংগঠন গঠিত হয়। পরে শ্রীরামসি স্কুল এন্ড কলেজের তাদের স্মরণে একটি
    স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।