সুনামগঞ্জের তাহিরপুরে ৪টন চোরাই কয়লা জব্দ

    2
    255

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩এপ্রিল,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৪টন অবৈধ চোরাই কয়লা জব্দ করেছে বিজিবি। যার মূল্য অর্ধলক্ষাধিক টাকা।

    বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল রোববার ভোর রাতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে উপজেলার চাঁনপুর সীমান্তের রাজাই এলাকা দিয়ে এসআই জামালের মদদে চোরাচারানী জম্মত আলী,আলমগীর ও আজাদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচাঁরের সময় ১টন ও রজনীলাইন এলাকা দিয়ে পাচাঁরের সময় ৩টন চোরাই কয়লা জব্দ করা হয়।

    এব্যাপারে চোরাচালানী জম্মত আলী ও আলমগীর বলেন-এসআই জামাল স্যার ও আজাদ ভাইকে কয়লা আটকের বিষয়টি জানিয়েছি,তারা কয়লাগুলো ছারানোর ব্যবস্থা করবেন।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন কয়লা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত চোরাচালন প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।