সুনামগঞ্জের কালিকোটা হাওরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

    0
    224

    আমারসিলেট24ডটকম,১৩এপ্রিলঃ সুনামগঞ্জ জেলার দিরাইয়ের কালিকোটা হাওরে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ভোরে রাত পৌনে ৩টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ হাওরে উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, চরনারচর সহ দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি ইউনিয়নের কৃষকরা বোরোচাষ করেন। চরনারচর ইউনিয়নের ২০টি গ্রামের কৃষক বোরো ধান চাষ করেছেন। চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতিন্দ্র কান্ত দাস সূত্রে  জানা যায়, রাত পৌনে ৩টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ওই এলাকার ৯০ ভাগ জমির পাকা ধান কাটার অযোগ্য হয়ে পড়েছে বলে জানা গেছে। জানা যায়, কালিকোটা হাওর দিরাই ও শাল্লা উপজেলায় পড়েছে। এ হাওরে ১১ হাজার হেক্টর জমি রয়েছে। তবে, দিরাই উপজেলায় এ হাওরের ৮ হাজার একরেরও অধিক জমি রয়েছে।