সীমান্ত সম্মেলনে যোগ দি‌তে বিজিবি প্রতিনিধি দল ভারতে

    0
    241

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জুলাই,বেনা‌পোল প্রতিনিধিঃ চারদিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’র উচ্চ পর্যায়ের এ দলটি ভারতে প্রবেশ করে।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত এ সম্মেলন চলবে।
    বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে নো-ম্যান্সল্যান্ডে পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র কর্মকর্তারা তাদের ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের কলকাতা নিয়ে যাওয়া হয়।
    কর্নেল আরিফুল বলেন, সীমান্তে বাংলাদেশি গুলি করে হত্যা, আটক, দু’দেশের সীমান্ত পথে অস্ত্র ও মাদক চোরাচালান, অবৈধ ভাবে পরাপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এছাড়া দু’দেশের সীমান্তে যৌথ টহলসহ উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায়ের বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে জানান তিনি।
    বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরীর নের্তৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার, উভয় রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগন, স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সম্মেলন শেষে আগামী ৭ জুলাই প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরবেন বলে আরিফুল হক জানান।