সিলেট তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

0
622

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক সিএনজি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত, যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় চালু।

প্রতক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর রোববার ২০২১ ইং তারিখ বিকাল সাড়ে ৩ টায় সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক চিকনাগুল হতে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সায় মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷

ঘটনাস্থলে সিএনজি যাত্রী বাস মিনিবাস চালক সমিতি (রেজি নং বি-১৪১৮) চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল গফফার ঘটনাস্থলে নিহত হন৷ এঘটনায় আরও ৩ জন গুরুত্বর আহত হন৷আহতদের নাম ঠিকানা জানা যায়নি ৷

এ ঘটনায় পরপর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দূর্ঘটনার কবল হতে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

অপরদিক ঘটনার সুষ্ট বিচার ঘাতক ট্রাক আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন৷এসময় মহাসড়কে নাম্বার বিহীন টোকন চালিত সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধের দাবী জানান৷সড়ক অবরোধের কারনে রাস্তার উভয় পাশে যাত্রীবাহি বাস মাইক্রোবাস সিএনজি যাত্রীরা দূর্ভোগে পড়ে ৷

ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ দূর্ঘটনায় ১ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন “ঘটনাস্থলে পৌছে এলাকার গন্যমান্যদের নিয়ে রাস্তার বেরীকেট উত্তোলনের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি৷