সিলেটে দুটি গাড়ি উদ্ধার

    0
    224

    আমার সিলেট  24 ডটকম,০১নভেম্বরঃ সিলেটের জেলার বিয়ানিবাজার সীমান্ত দিয়ে ইমিগ্রেশন ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া জিপ দুটি পাওয়া গেছে। গাড়ি দুটির নম্বর এক্স- ৮৫৫ ও এবি-৫২।গাড়ি দুটির মালিক বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।নগরীর উপশহর এলাকা থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি চেকপোস্ট হয়ে দুটি জিপ বাংলাদেশে ঢোকে বলে জানা যায়।গাড়ি দুটিতে আরোহী ছিলেন। এসএমপির কোতায়ালী থানা পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে।
    ভারতীয় সীমান্ত চেকপোস্টের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপ মহা পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজ আহসান ফরিদ জানিয়েছিলেন, দুটি গাড়িতে আসা তিন ব্যক্তি ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক। তারা ভারতীয় ইমিগ্রেশনে যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী তাদের নাম কাবুল মিয়া, আজগর উদ্দিন ও অন্তর আলী। তিনি বলেন, গাড়ি দুটো একেবারে নতুন,তবে তিনজনের মধ্যে একজন গাড়ি ব্যবসায়ী। নতুন গাড়ি আনতে গেলে আমাদের এখানে ৩০০ শতাংশ ট্যাক্স দিতে হয়। সেটা ফাঁকি দিতেই তারা এভাবে নিয়ম ভেঙে ইমিগ্রেশন ফাঁকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।