সিলেটের ১২ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান

    0
    208
    নিজস্ব প্রতিনিধিঃ  সারা দেশে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সদ্য সমাপ্ত সিলেটের ১২ উপজেলা পরিষদের ভোটগণনা সম্পন্ন হয়েছে এতে সিলেট সদরে আশফাক আহমদ (নৌকা),বালাগঞ্জে মোস্তাকুর রহমান মফুর (নৌকা),দক্ষিণ সুরমায় আবু জাহিদ (নৌকা),বিশ্বনাথে নুনু মিয়া (নৌকা),জৈন্তায় কামাল আহমদ (ঘোড়া),ফেঞ্চুগঞ্জে নুরুল ইসলাম (কাপ পিরিচ),কানাইঘাটে মুমিন চৌধুরী (নৌকা),গোলাপগঞ্জে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা),বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার),গোয়াইনঘাট আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, কোম্পানিগঞ্জে হাজী শামীম আহমদ (আনারস),জকিগঞ্জে আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা)। 
    উল্লেখ্য, ১২ উপজেলার ৮১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ১২টি উপজেলায় প্রার্থী ছিলেন ১৭৫ জন। ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫৯, ভাইস চেয়ারম্যান পদে ৭৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪২ জন প্রার্থী। আর সকল উপজেলা মিলিয়ে ভোটার আছেন ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন।