সিলেটের সুনামগঞ্জে ট্রলারডুবির ঘটনায় ১১ লাশ উদ্ধার

    0
    222

    আমারসিলেট24ডটকম,০৪ফেব্রুয়ারীঃ সুনামগঞ্জের সুরমা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারীসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আর অর্ধশতাধিক যাত্রী। আগুনে পুড়ে উদ্ধার হওয়া লাশগুলো বিকৃত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদেও শনাক্ত করা যায়নি। সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ও উদ্ধার তৎপরতার টিম লিডার মো. তারিক ১১ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানানো হয়, গত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামের নিকটবর্তী এসে ভোলাগঞ্জ থেকে নেত্রকোনা, কিশোরগঞ্জে  যাওয়ার পথে শ্রমিকবাহীবাহী ট্রলারটির ইঞ্জিনের সাইলেন্সারে আগুন ধরলে তাৎক্ষণিক ডুবে যায়। ট্রলারে আগুন ধরে মাঝনদীতে থেকে  নৌকাটি  ভেসে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের নিকটবর্তী এসে ডুবে। এসময় অর্ধশতাধিক লোক লাফিয়ে উঠতে পারলেও আরও শতাধিক যাত্রী ওঠতে পারেননি। দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, মর্মান্তিক নৌকা ডুবিতে ধারণা করা হচ্ছে শতাধিক লোকের প্রানহানি ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের বাড়ী ঘরে আশ্রয় দেয়া হয়েছে বলে জানা যায়।