সিলেটের বিভিন্ন জেলায় বেড়ে চলেছে করোনারোগীর সংখ্যা

    0
    257

    সিলেট প্রতিনিধিঃ  বৃহত্তর সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।  আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে ১৩টি ন্মুনার করোনা ফলাফল পজেটিভ এসেছে।

    সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন ।

    ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।

    সিলেট জেলায় আক্রান্তদের মধ্যে একজন ইন্টার্নী চিকিৎসক এবং একজন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী বলে জানা গেছে।
    এর আগে গত মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সর্বোচ্চ ১০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছিল। তারা প্রত্যেকেই ছিলেন হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার।

    উল্লেখ্য,আইইডিসিআর গত ৫ এপ্রিল যে ১৮ জন রোগী শনাক্ত হয়েছিলো এর মধ্যে ছিল একজন চিকিৎসক। এতোদিন সিলেটে করোনা ভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় অনেকটা স্বস্তিতেই ছিলেন সিলেট বিভাগের জনগণ।