সিলেটের নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

    0
    209

    আমারসিলেট24ডটকম,২০মেঃ সিলেটওসমানী হাসপাতালে শিক্ষানবিশ সেবকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলারপ্রতিবাদে আন্দোলনের মধ্যে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগেরনির্দেশ দেওয়া হয়েছে।
    সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
    শিক্ষানবিশসেবিকা লিনা খাতুন থেকে জানাযায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিক্যালকলেজ ও হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকরাশিক্ষানবিশ সেবকদের ওপর হামলা চালায়।
    এতে পলয় কুমার নামের এক শিক্ষানবিশব্রাদার (সেবক) গুরুতর আহত হন। এ ছাড়া হামলায় আহত হন আরো পাঁচ শিক্ষার্থী।হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিংকলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরতরয়েছেন।