সিরিয়ায় বিমান হামলাঃনিহত ৯০

    0
    234

    আমারসিলেট24ডটকম,০৩ফেব্রুয়ারীঃ সিরিয়ার আলেপ্পো নগরীতে বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসয়ের (এসওএইচআর) বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত শনিবার আলেপ্পোর উত্তরাংশে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে নারী ও শিশুসহ ৯০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক লোক রয়েছেন। এ ছাড়া শহরের আল-শার এলাকায় ব্যারল হামলায় নুসরাত ফ্রন্টের ১০ যোদ্ধ নিহত হন। গত ৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ বাহিনীর ব্যালল বোমা ও স্কুড ক্ষেপণাস্ত্র হামলায় আলেপ্পোতে শত শত মানুষ নিহত হয়েছে।
    প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ের কেন্দ্রবিন্দু আলেপ্পো শহরে দফায় দফায় বোমা হমলা চালানো হচ্ছে।