সিরাজ প্রামাণিককে সভাপতি ও শামীমকে সেক্রেটারী করে কুষ্টিয়া ল’ রিপোর্টার্স ফোরামের কমিটি গঠিত

    0
    401

    সভাপতি এ্যাড. সিরাজ প্রামাণিক

    সম্পাদক এ্যাড. শামীম-উল হাসান অপু
    সম্পাদক এ্যাড. শামীম-উল হাসান অপু

    কুষ্টিয়া, ০৪ মে: আইন-আদালত, বিচার, মানবাধিকার বিষয় নিয়ে রিপোর্ট-ফিচার করে এমন সাংবাদিক-সম্পাদকের সমন্বয়ে গঠিত হয়েছে কুষ্টিয়া ল’ রিপোর্টার্স ফোরাম। গতকাল এক আনন্দ ঘন পরিবেশে কুষ্টিয়ার সাংবাদিক-সম্পাদকের উপস্থিতে সাংবাদিক আলহাজ্ব ওয়ালীউল বারী চৌধুরীর বাসভবনে কমিটি গঠন পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে দৈনিক সকালের খবর, ডেইলি সান’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও আইনবিষয়ক সাপ্তাহিক সংবাদপত্র ‘সময়ের দিগন্ত’ এর প্রকাশক-সম্পাদক সিরাজ প্রামাণিককে সভাপতি ও সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাড. শামীম-উল হাসান অপুকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে আছেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শেখ মোঃ আবু হায়দার লিপু (দৈনিক প্রভাত), সাংগাঠনিক সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু (সম্পাদক দৈনিক দিনের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এম জুবায়ের রিপন (সম্পাদক কুষ্টিয়ার খবর), দপ্তর সম্পাদক এম, জি কিবরিয়া ডাকলু (দৈনিক দিনের খবর), নির্বাহী সদস্য পদে রয়েছেন যথাক্রমে এ্যাড. এস,এম মনোয়ার হোসেন মকুল (প্রকাশক দৈনিক লালন কন্ঠ), মীর আরেফিন বাবু (দৈনিক ইনডিপেন্ডেন্ট), নুরুন্নবূ বাবু (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সময়ের কাগজ), এম এ জিহাদ (সম্পাদক দৈনিক মাটির পৃথিবী), মোঃ এনামুল হক (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক দেশতথ্য) লুৎফর রহমান কুমার (উপদেষ্টা সম্পাদক কুষ্টিয়ার খবর), সুজন কর্মকার (দৈনিক আন্দোলনের বাজার)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের তিনজন সম্মানিত ব্যক্তিত্ব যথাক্রমে বরুণ চক্রবতী, শৈলেন সাহা, শ্রী রুপ কুমার পাল ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সুদিন কুমার লাহিড়ী।