সিরাজনগর দরবারের আন্তর্জাতিক সুন্নী সম্মেলনঃ১২ফেব্রুয়ারী

    0
    641

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ বৃহত্তর সিলেট বিভাগের প্রাণকেন্দ্র মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক উরুসে আওলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন’২০১৫ শুরু হতে যাচ্ছে।

    বরাবরের ন্যায় সিরাজনগর ফাজিল মাদ্রাসা ময়দান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এ আগামী ১২ ফেব্রুয়ারী,৩০ মাঘ ২০২১ বাংলা, ২২ রবিউস্সানী ১৪৩৬ হিজরী রোজ বৃহস্পতি দিবারাত্র ব্যাপী চলবে।

    মাহফিল কমিটির পক্ষ থেকে জানা যায়, উরুসে আওলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন নামে এ মাহফিলটি ৪০ বছর ধরে আকায়েদে আহলে সুন্নাতের মতাদর্শের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে এবার ও দেশ-বিদেশের প্রখ্যাত ছুন্নী উলামায়ে কেরাম পীর-মাশায়েখ ও সুধীবৃন্দ  ওই দিন  উপস্থিত থাকবেন বলে জানান তারা।
    আরও জানা যায়,ওই আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে সভাপতিত্ব করবেন- উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে ত্বরিকত, রাহনুমায়ে শরীয়ত, উস্তাযুল উলামা, আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মা,জি,আ)।
    উল্লেখ্য,মাহফিল কমিটির পক্ষ থেকে সকল নবী(দঃ) প্রেমিকের প্রতি দাওয়াত জানিয়েছেন।

    যোগাযোগ:শ্রীমঙ্গল হইতে ৪ কি,মি,উত্তরে, মৌলভীবাজার হইতে ১৩ কি,মি, দক্ষিণে শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের পশ্চিম পাশে কাকিয়াবাজারের নিকট সিরাজনগর মাদ্রাসা।