সিরাজনগর দরবার শরীফের আন্তর্জাতিক সম্মেলন ২৪জানুয়ারী

    0
    379

    আগামী ২৪ জানুয়ারি ২০১৯ রোজ বৃহস্পতিবার সিলেটের অন্যতম সুন্নি মার্কাজ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার “সিরাজনগর দরবার শরীফের ৪৪ তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নি মহা-সম্মেলন” সফল করার লক্ষে আজ ১০ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় দরবারের পীরছাহেব আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী মা:জি:আ:এর সভাপতিত্বে সিরাজনগর দরবারের বড় ছাহেবজাদা সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ এর পরিচালনায় সিরাজনগর দরবার শরীফে  আসন্ন মাহফিল বিষয়ক পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়। 

    ৫ নং কালাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বি, যুবকসহ উপস্থিত ছিলেন উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব, ওয়াহিদ মিয়া ডা: মুজিবুর রহমান,মাওলানা শেখ সিরাজুল ইসলাম, মাওলানা শেখ জুবায়ের আহমদ রহমতাবাদী, মাওলানা শেখ দেওয়ান আহমদ, বদরুল আলম, আব্দুর রহমান,আনিসুল ইসলাম আশরাফি,আব্দুল মজিদ,আব্দুল মুকিত মেম্বার, কাজল মিয়া, আবু সুফিয়ান,আব্দুল মুবিনসহ স্থানীয় গণ্যমান্য মুরুব্বীগন। 

    সভায় মুফতি শেখ শিব্বির আহমদ বলেন ২৪ জানুয়ারি সম্মেলন উপলক্ষে দেশ বিদেশের আলেম, ওলামা,মেহমান, দরবারের ভক্ত মুরিদানসহ প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে থাকে, এলাকাবাসীসহ দরবারের খলিফা ও ভক্তগন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি, প্রসঙ্গ ক্রমে আল্লামা সিরাজনগরী পীর সাহেব বলেন সিরাজনগর মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হিফজখানা,হোস্টেল, পুকুর, পাকাঘাট, মসজিদ মার্কেট, রাস্তাঘাট, গাউছিয়া দারুল কেরাত, ছাত্রাবাসের জন্য আমার নিজস্ব ভুমি থেকে ৫০০ শতক (৫একর) জমি ওয়াকফ করে দিলাম, আল্লাহ যেন কবুল করেন-আমিন।

    জানা গেছে,পরবর্তীতে আরও দুইটি মিটিং হবে।প্রত্যেক জেলা ঊপজেলাসহ দরবারের তরিকত সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে ছালেকিনসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয় আজকের এই আলোচনা মাহফিলে।