সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন

    0
    428

    নিজস্ব প্রতিনিধিঃ  জেলা  ব্যাপী  কর্মক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র মৌলভীবাজারের উপজেলা শ্রীমঙ্গলে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দেশ ব্যাপী সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’এর শাখা সমূহের কার্যক্রমকে আরাে গতিশীল করতে এবং সংগঠনের মধ্যে নতুন সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে সোমবার ১১ জানুয়ারী ২০২১ইং তারিখে সংস্থার মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী স্বাক্ষরিত পত্রে তরুণ সমাজসেবক মােহাম্মদ ফারুক হোসেনকে সভাপতি ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মােহাম্মদ আব্দুল মজিদকে সম্পাদক করে শ্রীমঙ্গল উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমােদন দেওয়া হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে,সিনিয়র সহ-সভাপতি মাে: আবু হানিফ, সহ-সভাপতি মাে: আব্দুল হাই, যুগ্ম-সম্পাদক মােহাম্মদ মকবুল হাসান ইমরান,সাংগঠনিক সম্পাদক মােঃ ইউসুফ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার, অর্থ সম্পাদক মােঃ ফারুক মিয়া,দপ্তর সম্পাদক আল আমিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মােঃ জাহেদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার,সমাজ কল্যাণ সম্পাদক মােঃ জসিম উদ্দিন আন্তর্জাতিক সম্পাদক আব্দুল গফফার,সাংস্কৃতিক সম্পাদক সুহানুর রহমান শুহান,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাে: রুয়েল খান আশরাফুল,ধর্ম বিষয়ক সম্পাদক আবেদ শাহ আলী আবেদী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাে: কামরুল হােসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক মােঃ মাের্শেদ আলম চৌধুরী,নির্বাহী সদস্য লােকেন্দ্র সিংহ ও নির্বাহী সদস্য মােঃ মােস্তাকিম আলী।

    উল্লেখ্য,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলার নব গঠিত কমিটি জেলার প্রথম পুর্নাঙ্গ কমিটি। এই কার্যকরী কমিটি (২০২১-২০২২) সালের জন্য অনুমােদন দেওয়া হয়েছে এর পুর্বে ৭ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।অন্যান্য উপজেলায় ও দ্রুত গতিতে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জেলা আহ্বায়ক মুহাম্মদ আনিছুল ইসলাম জানিয়েছেন।