সারাদেশে টে‌লিট‌কের সাড়ে ৪শ’ টাওয়ার নির্মাণ হচ্ছে

    0
    304

    সারাদেশে টে‌লিট‌কের সাড়ে ৪শ’ টাওয়ার নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পে টাওয়ারের সংখ্যা আরও বাড়তে পারে। দেশের এমনও অঞ্চল রয়েছে যেখানে কোন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পৌঁছেনি। টেলিটক সরকারের একটি প্রতিষ্ঠান। তার দায় রয়েছে মানুষের হাতে নেটওয়ার্ক পৌঁছে দেয়ার। ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে মোবাইল অপারেটর টেলিটক।

    ইতোমধ্যে বেশকিছু জায়গায় কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় ‘সাইট সিলেকশনের’ কাজ চলছে। ২০২১ সালের জুনের মধ্যে টেলিটক সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করবে। দেশের সব মানুষ নেটওয়ার্কের আওতায় চলে আসবে।তথ্যটি মাননীয় মন্ত্রী মোস্তফা জাব্বার নিশ্চিত করেছেন।