সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় সোহেল রানার বাবা আবদুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ

    0
    404

    ঢাকা, ২৯ এপ্রিল : সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের পর এবার তার বাবা আবদুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, আজ সোমবার দুপুরে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ভবন ধসে হতাহতের ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় যে দুটি মামলা হয়েছে তার এজাহারে আবদুল খালেকের নামও রয়েছে। এদিকে আবদুল খালেককে গ্রেপ্তারের পরপরই সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজার ধ্বংসস্তূপের পাশে উদ্ধার অভিযানের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ খবর মাইকে ঘোষণা করা হয়।
    এর আগে গতকাল রবিবার ভারত সীমান্তের কাছে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় রানা প্লাজার মালিক সোহেল রানাকে। পরে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে রানার উপস্থিতিতে বলা হয়, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় মূলত রানাই দায়ী। আগের দিন ফাটল ধরার পরও তিনি ভবন খুলে দেন এবং ওই ভবনে থাকা পাঁচ কারখানার শ্রমিকদের কাজ করতে বাধ্য করেন। অবশ্য রানার দাবি, কারখানা মালিকদের চাপেই তিনি ফাটল ধরা ভবনে কাজ চালাতে দিয়েছিলেন। রানা ছাড়াও ওই ভবনে থাকা পাঁচ কারখানার চার মালিক গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।