সাবাস বাঙ্গালী বাঘিনীরা!

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ডিসেম্বরঃ   সাবাস বাংলাদেশের বাঘিনীরা! বাতাসে ভাসছে-‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি। গ্যালারীতে যেন লাল-সবুজ পতাকার ঢেউ খেলে যাওয়া। বাংলাদেশের ফুটবলে এ তো মুগ্ধ হওয়া দৃশ্য। মেয়েদের অনুর্ধ্ব-১৫ সাফ ফুটবল উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এমন মনোরম দৃশ্য দর্শকদের আনন্দিত করছে।

    বিজয়ের মাসে আনন্দের জোয়ার এনে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা।
    দর্শকদের সমর্থনের জবাবটা খুব ভালোভাবেই দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন শামসুন্নাহার।

    কাঙ্খিত গোলটি ৪১ মিনিটে পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে শামসুন্নাহারই প্রথমে বল নিয়ে ঢুকেছিল। পরে গোলমুখের জটলা থেকে আনুচিং মারমা শট নিলে গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে । ফিরতি বলে আলতো ভলিতে জালে জড়ায় শামসুন্নাহার।

    গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।