সাকা চৌধুরীর দণ্ড ঐতিহাসিক ও অভিনন্দন যোগ্য

    0
    219

    আমারসিলেট 24ডটকম,০১অক্টোবর:আজ ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর মহামান্য বিচারপতি এটিএম ফজলে কবির, বিচারপতি মোঃ জাহাঙ্গীর এবং বিচারপতি মোঃ আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আদালত কর্তৃক হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করাসহ সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে আনা ২৩ অভিযোগের মধ্যে ১৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুল হাসান এই রায়কে ঐতিহাসিক ও অভিনন্দনযোগ্য বলে অভিহিত করেন।

    বিবৃতিতে তাঁরা বলেন, নতুন প্রজন্মের পদভারে উদ্দীপ্ত গণজাগরণ মঞ্চসহ লক্ষ কোটি জনগণ এ নরঘাতক ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডের দাবিতে যে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন এ রায় হচ্ছে সে গণদাবির পরিপূরক ও শ্রদ্ধাশীল। এ রায়ে কোটি কোটি জনগণসহ আমরা উৎফুল্ল ও উল্লসিত। প্রেস বিজ্ঞপ্তি