সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য দশম সংসদ নির্বাচন

    0
    225

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারী,বদরুলসিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাপা’র কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব আলহাজ সেলিম উদ্দিন বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত এবং শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের কর্মকর্তারা দলমতের উর্ধ্বে উঠে নিরপেক্ষতার সহিত কাজ করলে সরকারের জনকল্যানমূখী কর্মকান্ডের সুফল দ্রুত পাবে দেশবাসী। তিনি আরো বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাপা এ নির্বাচনে অংশগ্রহণ করে সংবিধান সমুন্নত রাখার পাশাপাশি দেশকে অনিবার্য সংঘাত-সংঘর্ষের হাত থেকে রক্ষা করেছে। দেশের উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক ঐক্যমত জরুরী। সে লক্ষ্যে বর্তমানে নানা ভাবে আলাপ আলোচনা চলছে। রাজনৈতিক সমঝোতার সৃষ্টি হলে দেশে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। সেলিম উদ্দিন এম.পি গতকাল রবিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র  বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ছাড়াও থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধূরী বক্তব্য রাখেন। সরকারী কর্মকর্তারা নবনির্বচিত এম.পি সেলিম উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরপর সেলিম উদ্দিন এমপি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। চেয়ারম্যানদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান কর হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান, সদর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ’পি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দিঘীরপাড় ইউ’পি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড় চতুল ইউ’পি চেয়ারম্যান মুবশ্বির আলী, ঝিংগাবাড়ী ইউ’পি চেয়ারম্যান রফিক আহমদ চৌধূরী, রাজাগঞ্জ ইউ’পি চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া। নবনির্বাচিত সংসদ সদস্য চেয়ারম্যানদের কাছ থেকে কানাইঘাটের বিরাজমান বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেন। তিনি কানাইঘাটের মানুষের মৌলিক দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য মহান জাতীয় সংসদের আগামী অধিবেশনে তা তুলে ধরবেন বলে আশ্বস্থ করেন। এছাড়া বিকেল ২টায় কানাইঘাট ডাক বাংলায় উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় সেলিম উদ্দিন এম.পি যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, জেলা জাপার সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি আলা-উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, প্রবাসী জাপা নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক, বদরুল ইসলাম, সুহেল আমিন, শামীম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হুসেন, উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক জালাল আহমদ, মাসুদ আহমদ, এড. মামুন রশীদ, ওলিউর রহমান, ফখর উদ্দিন শামীম, এড. আব্দুল খালিক, রিংকু চক্রবর্তী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সমাজসেবী ডাঃ মুফজ্জিল হুসেন, আ’লীগ নেতা ছয়ফুল আলম, জি.এম হায়দার, দুদু মেম্বার, হারুন রশীদ কয়েছ ও বশির আহমদ নবনির্বাচিত এমপি’র সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করেন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য সেলিম উদ্দিনের সাথে আ’লীগের কিছু সংখ্যক নেতৃবৃন্দ বিচ্ছিন্ন ভাবে সাক্ষাৎ করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে যৌথ বিবৃত্তি দিয়েছেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন ও শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন।