সাংবাদিক এ কে এম জুনাইদ যুক্তফ্রন্ট এর চেয়ারম্যান নির্বাচিত

    0
    244

    এম এ মমিনঃ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপির চেয়ারম্যান,বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ-এ কে এম জুনাইদ ৩৫ টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্ট এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্ট এ যুক্তফ্রন্ট এর নীতি নির্ধারণী ফোরামের এক বৈঠকে যুক্তফ্রন্ট এর কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষে জনাব একেএম জুনাইদ কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়, ইতি পুর্বে তিনি যুক্তফ্রন্ট এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ কে এম জুনাইদ বলেন উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ,অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রি শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত যুক্তফ্রন্ট ২০১৩ সালে পুনরায় গঠন করা হয়, ইতিমধ্যে অসাম্প্রদায়িক রাজনীতি চর্চা,বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়ন সহ মানবাধিকার সুনিশ্চিত করতে যুক্তফ্রন্ট প্রশংসনীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যুক্তফ্রন্ট বর্তমান সময়ে রাজনৈতিক মেরুকরণে গুরুত্বপুর্ন নিয়ামক শক্তি,তাই কেউ আবার যুক্তফ্রন্ট ছিনতাইয়ের অপচেষ্টা করছে।

    এ কে এম জুনাইদ বলেন আগামি নির্বাচনে যুক্তফ্রন্ট মুক্তি যুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে, বৈঠকে যুক্তফ্রন্ট ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান/সভাপতি ও মহাসচিব/সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।