সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪এপ্রিল,ডেস্ক নিউজঃ     দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কারো সমালোচনায় বিচলিত নই, অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। মঙ্গলবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    দুদক চেয়ারম্যান, ‘কারো সমালোচনায় বিচলিত নই। অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। দুদকের কাছে রাজনৈতিক পরিচয় বিবেচ্য বিষয়। আমাদের কাছে সব অভিযোগই সমান। নির্বাচনী বছর বলতে কিছু নেই। অন্য বছরের মতো স্বাভাবিকভাবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

    বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ১০ জনের বিভিন্ন ব‌্যাংক হিসাবে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

    দশ জন হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী সদস‌্য তাবিথ আউয়াল, এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান ও ঢাকা ব‌্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান। তাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।