সরকারি ব্যাংকগুলো আমানতের সুদ হার কমিয়েছে

    0
    232

    আমার সিলেট  24 ডটকম,০৫নভেম্বরঃ দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ খাতে ধস নেমেছে। ফলে ব্যাংকিং খাত উদ্বৃত্ত তারল্য নিয়ে বিপাকে পড়েছে ব্যাংকিং খাত । বিনিয়োগ চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় সরকারি ব্যাংকগুলো মেয়াদি আমানতের সুদ হার কমিয়ে দিয়েছে। সরকারি ব্যাংকগুলো আমানতের প্রতিটি ক্ষেত্রে বর্তমানের তুলনায় ৫০ পয়সা সুদ কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা বসে এ সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সব ধরনের আমানত ঋণের সুদ কমানোর বিষয়েও তারা একমত হয়েছে। এ ব্যাপারে খুব তাড়াতাড়িই ব্যাংকগুলো নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে বিষয়টি তুলে ধরবে এবং নতুন সুদ কার্যকর করা হবে। সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তঃব্যাংক মুদ্রাবাজারের (কলমানি) বর্তমান পরিস্থিতি, ঋণ-আমানত অনুপাত, মেয়াদি আমানতসহ সব ধরনের ঋণ ও আমানতের সুদ হার, কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে সুদ কমানোর সিদ্ধান্ত নেয়।