সমাপনি পরীক্ষার ফল ডিসেম্বর মাসেই প্রকাশঃশিক্ষামন্ত্রী

    0
    208

    আমারসিলেট24ডটকম,২২ডিসেম্বরঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সমাপনি পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বর মাসেই তা প্রকাশ করা হবে। আজ রবিবার তিনি বলেন, বিরোধীদলের টানা অবরোধের কারণে কয়েক দফা পেছাতে হলেও জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল এ মাসের মধ্যেই প্রকাশ করা হবে।

    নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, এবারের জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
    গত বছর ২৬ ডিসেম্বর একসঙ্গে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশ করা হয়। কোনো তারিখ না বললেও গত বছরের মতো এবারো জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হতে পারে বলে ইংগিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।