সমকামিতাকে অবৈধ ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত

    0
    212

    আমারসিলেট24ডটকম,১১ডিসেম্বরঃ ভারতে সমকামিতাকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।আজ বুধবার সুপ্রিম কোর্টএ রায় দেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। এতে বলা হয়েছে, ১৪৮ বছরের পুরাতন ঔপনিবেশিক আইনের ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা একটি প্রকৃতিবিরুদ্ধ অপরাধ, যার শাস্তি ১০ বছরের কারাদন্ড। আদালত আরো জানায় , সংসদ আইন করে এই ধারা বাতিল না করা পর্যন্ত সমকামিতা আইনগতভাবে অপরাধ হিসেবে পরিগণিত হবে।
    ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দন্ডবিধির এই ধারাটি বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী। দিল্লি হাইকোর্টের এই রায়ের সুবাদেই সমকামীরা তাদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন বলে দাবি করতেন। আদালতের এ রায়কে স্বগত জানিয়েছে ভারতের বিশিষ্ট নাগরিকগন।