সন্ত্রাসবাদী তালিকা থেকে ইরান- হিজবুল্লাহ’কে বাদ দিলেন

    1
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬মার্চআমেরিকার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সন্ত্রাসবাদী হুমকির তালিকা থেকে ইরান এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র নাম সরিয়ে নিয়েছে।

    সম্প্রতি মার্কিন সিনেটে দাখিল করা বাৎসরিক প্রতিবেদনে ইরান ও হিজবুল্লাহ নাম সন্ত্রাসবাদী তালিকা থেকে সরিয়ে নেয়ার কথা জানান হয়েছে।  গোয়েন্দা সংস্থাটির পরিচালক জেমস ক্ল্যাপার এ প্রতিবেদন দাখিল করেছেন।  এতে বলা হয়েছে, আইএসআইএলসহ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার কারণে তাদের নাম প্রত্যাহার করা হয়।

    গোপন হিসেবে বিবেচিত নয় এ প্রতিবেদনের এমন একটি সংস্করণ গত মাসের ২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রণীত বিশ্বজুড়ে হুমকির মূল্যায়ন’ নামের প্রতিবেদনে ইরানের আঞ্চলিক ভূমিকার প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে।