সংস্কার না করায় কমলগঞ্জ পৌর শহরে সড়কের বেহাল দশা

    0
    212

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্ট,শাব্বির এলাহী,কমলগঞ্জঃ কমলগঞ্জ পৌর শহরের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে। সড়কের স্থানে স্থানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে থাকে।

    এছাড়া ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কের ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে এ সড়কটি সঙ্কুচিত হয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বড় বড় গর্তে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে সড়ক দিয়ে চলাচলকারী লোকজন প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। র্দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পৌরবাসী সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
    কমলগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, সওজের (সড়ক ও জনপথ বিভাগ) অধীনে কমলগঞ্জ পৌরশহর (কমলগঞ্জ- শ্রীমঙ্গল আ লিক সড়ক)-এর প্রধান সড়কটি সংস্কারের অভাবে সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রায়ই বাস, মালবোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহন এসব গর্তে আটকা পড়ছে। এ কারণে প্রায়ই যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারী লোকজন।
    সরেজমিনে দেখা গেছে, পৌরশহরের পৌরসভার কার্যালয় সামনে, ভানুগাছ চৌমুহনী শ্রীমঙ্গল রোড, মাবধপুর রোড, উপজেলা চৌমুহনী, ১০ নং রোড লাইটেস স্ট্যান্ড, নতুন ব্রীজ এলাকা থেকে কমলগঞ্জ চৌমুহনী পর্যন্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকার অন্তত ১০০টি স্থানে খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তগুলোয় বৃষ্টির পানি জমে আছে। গর্তের কারণে সড়কে যানবাহন চলছে ধীরগতিতে।
    পৌর বাসিন্দা আব্দুর রাজ্জাক রাজা, ব্যবসায়ী সুমন পাল, আব্দুল মোহিত, এজাজুর রহমান প্রমুখের সাথে আলাপচারিতায় জানা যায়, ‘গর্তের কারণে সড়কটি দিয়ে রিকশায় যাতায়াত করতে কষ্ট হয়। আবার কাদাপানিতে হেঁটে চলতে গিয়ে পোশাক নষ্ট হয়ে যায়। ‘দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভানুগাছ চৌমুহনী থেকে ১০ নং রোড পর্যন্ত সড়কটির খারাপ অবস্থা। বড় বড় গর্ত। এতে দুর্ভোগ আরও বাড়ছে। রাস্তায় গর্তের কারণে অনেক গাড়ি চালক যেতে চান না। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করলে দুর্ভোগ কিছুটা কমবে।’
    কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল অঅহমেদ বলেন, ‘সংস্কার না করায় সড়কটি বেহাল হয়ে পড়েছে। তবে সড়কটি পৌরসভার অধীনে নয়। এটি সওজের (সড়ক ও জনপথ বিভাগ) অধীনে। তাই সড়কটি সংস্কারের দায়িত্ব সওজের।’ রাস্তাটি সংস্কারের জন্য তাদের অুনরোধ করেছি ।

    সওজ (সড়ক ও জনপথ বিভাগ) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানানো বলা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সংস্কার কাজ করা হবে।