সংবাদ প্রকাশের জেরে জৈন্তাপুর রাংপানি নদীতে অভিযান

0
190

রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর, সিলেট প্রতিনিধিঃ “জৈন্তাপুরের রাংপানি নদী হতে ইজারা বিহীন পাথর ও বালু উত্তোলন !” শিরোনামে ১৩ ফেব্রুয়ারী সোমবার সংবাদ প্রকাশের পর আজ ১৪ ফেব্রুয়ারী বিকাল ৩টায় রাংপানি নতীতে অভিযানে নামে জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রীপামনি দেবী৷

তিনি সরজমিনে পরিদর্শন করেন এবং রাংপানি নদীতে কোন প্রকার বালু পাথর আহরণ করা যাবে না মর্মে নিষেদাজ্ঞা জারী করেন ৷ এসময় তিনি বলেন নদীর তীরবর্তী যে সকল বালু পাথর স্তুপু করে রাখা হয়েছে তা ৭দিনে মধ্যে সরিয়ে নিয়ে মাঠ খালি করতে হবে মর্মে প্রাথমিক নির্দেশনা জারী করেন ৷ অন্যতায় সাত দিন পর সকল বালু পাথর জব্দ করে নিলাম দেওয়া হবে ৷

অপরদিক সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি তার পাশাপাশি পুলিশকে আজ হতে রাংপানি নদীতে কোন প্রকার নৌকা চলাচল করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা জারী করেন ৷ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং নৌকা জব্দের নির্দেশ দেন ৷

অভিযান চলাকালে নির্বাহী ম্যজিষ্ট্যটের সাথে অভিযানে অংশনেন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়কে সুবেদার মকবুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হাফিজ ৷

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনিল চন্দ্র দেবনাথ , ইউপি সদস্য নজির আহমদ, আব্দুস সালাম, আব্দুল হালিম প্রমুখ ৷