শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আইএস

    0
    242

    শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস। সন্ত্রাসী গোষ্ঠীটির বার্তা সংস্থা হিসেবে পরিচিত ‘আমাক’ এ তথ্য জানিয়েছে।

    আইএস বলেছে, তাদের লোকেরাই শ্রীলঙ্কায় সব হামলা চালিয়েছে। তবে দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি আইএস।

    শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্মে গতকাল (সোমবার) বলেছেন, রাজধানী কলম্বো ও এর আশেপাশে বোমা হামলার সঙ্গে স্থানীয় উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) জড়িত এবং তারা আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সহায়তা নিয়েছে।

    বোমা হামলায় সাতজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।