শ্রীমঙ্গল রেল স্টেশনে বিস্ফোরণে পর আগুন,ক্ষয়ক্ষতি মুক্ত

    0
    269

    “অতিরিক্ত গরমের অজুহাতে এক নাগারে এসি চলতে থাকায় এমনটি হতে পারে”

    মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেল স্টেশনে এসি  বিস্ফোরণে পর আগুন ধরে যায় এতে কোন জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া  যায়নি।

    জানা গেছে, শনিবার রাত ১১ টার দিকে হঠাৎ করে শ্রীমঙ্গল রেল স্টেশনে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজে লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে এলোপাতারি ছুটাছুটি করতে থাকে। এ সময় বিস্ফোরণের স্থানে আগুন ধরে যায়। তাৎক্ষনিক শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়, এতে বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি থেকে আল্লাহ্‌র করোনায় আশ পাশের লোকজন বেঁচে যায়।

    ফায়ারসার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ী

    প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, আগুন নিভানোর পর  দেখা গেছে স্টেশনের ভিআইপি রুমের এসির বাহিরের অংশে কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুন লেগে থাকতে পারে।আজ দিনের বেলায় অতিরিক্ত গরমের অজুহাতে এক নাগারে এসি চলতে থাকায় এমনটি হতে পারে বলে তাদের ধারনা।তবে অধিকতর তদন্ত ছাড়া এখনই কিছু বলতে নারাজ রেল ওয়ে কর্তৃপক্ষ।