শ্রীমঙ্গল রেলওয়ে এলাকায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    0
    235
    এভাবেই টেনে ভেঙ্গে ফেলা হচ্ছে কিছু স্থাপনা ছবি,শিমুল তরফদার।
    এভাবেই টেনে ভেঙ্গে ফেলা হচ্ছে কিছু স্থাপনা- ছবি,শিমুল তরফদার।

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭অক্টোবর,কাজল শীলঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধিন জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ অভিযান।  সোমবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশে কালীঘাট রোডের কয়েকটি দোকান ও বাসা উচ্ছেদ করা হয়।

    তবে উচ্ছেদের নেতৃত্ব দেয়া বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম জানান, শ্রীমঙ্গলে এই মুহুর্তে ১০ একর জমি অবৈধ দখলদাদের কবলে রয়েছে। সোমাবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে তা চলবে আগামী ১৫ দিন।

    এদিকে কয়েকটি দোকান উচ্ছেদের পর অভিযান বন্ধ করে দেয়ায় অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে এ অভিযানটি। এ সময় উচ্ছেদের স্বীকার রাবেয়া খাতুন জানান, রাঘব-বোয়ালদের দখলীয় জমি উচ্ছেদ না করে শুধু তাদের ঘর উচ্ছেদকরা হয়েছে। তবে শ্রীমঙ্গলবাসীর দাবী রেলওয়ের এই ১০ একর জমি দ্রুত উচ্ছেদ করে তা যেন সরকারী কাজে ব্যবহার করা হয়।