শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড থেকে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

0
407
শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড থেকে মশা নিধন কর্মসূচির উদ্বোধন
মশক নিধন কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু

শ্রীমঙ্গল ( মৌলভীবাজার )প্রতিনিধি: আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) দুপুরে পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু।

এ সময় মেয়র মহসিন মিয়া মধু বলেন, “মশার বিস্তার পৌরসভার নাগরিক দুর্ভোগ ও অস্বস্তির বড় উপসর্গ। মশার বিস্তার নিরসনে প্রথম ২ নং ওয়ার্ডে থেকে শুরু করে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।“

এ কার্যক্রমে পৌরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মশা নিধনের ওষুধ ছিটাবে, প্রকাশ্য স্থান ও নালা-নর্দমার জমে থাকা আবর্জনা ও বর্জ্য পরিস্কার করবে। শুধু এভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা রক্ষা সম্ভব নয়।“

এজন্য নাগরিক সচেতনতা প্রয়োজন উল্লেখ করে মহসিন মিয়া মধু বলেন, “নিজ গরজেই বাসা-বাড়িতে মশার প্রজনন ও উৎসস্থল ধ্বংস এবং আবর্জনা সরিয়ে ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। কেউ নালা-নর্দমায় এবং পানি চলাচলের পথে পলিথিন ও প্লাস্টিক,বর্জ্য-আবর্জনা ফেলা যাবে না।“ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ তানিয়া আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।