শ্রীমঙ্গল পশ্চিম লামুয়া গ্রামে কৃষি অফিস কর্তৃক মাঠ দিবস

    0
    257

     মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পশ্চিম লামুয়া গ্রামের কৃষকদের নিয়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় খরিপ মৌসুমে বাস্তবায়িত জৈব কৃষি বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    রোববার (১৫ নভেম্বর) মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাখেন্দ্র শর্মা, উপ-সহকারী শামীম আহমেদ সহ এলাকার কৃষকগণ,

    উক্ত মাঠ দিবসে কৃষি অফিসার মোনালিসা সুইটি কীটনাশকমুক্ত জৈব উপায়ে সবজি চাষের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন, পাশাপাশি শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণে গম,ভুট্টা,সূর্যমুখী ও সরিষা চাষের উপর গুরুত্ব আরোপ করে বলেন জমি পতিত ফেলে না রেখে রবি মৌসুমে এসব জমি চাষের আওতায় আনার জন্য কৃষকদের উৎসাহিত করেন,পাশাপাশি বোরো মৌসুমে জমিতে অধিক ফলন উৎপাদন কৌশল সম্বন্ধে আলোকপাত করেন।