শ্রীমঙ্গল ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কার্যক্রম শুরু

0
1542
শ্রীমঙ্গল ছাত্রলীগের 'জয় বাংলা বাইক সার্ভিস' কার্যক্রম শুরু
শ্রীমঙ্গল ছাত্রলীগের 'জয় বাংলা বাইক সার্ভিস' কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে ছাত্রলীগের উদ্যোগে লকডউন কালীন সময়ে সাধারণ মানুষের সেবার উদ্যেশে শুরু হলো ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কার্যক্রম।এটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আজ শুক্রবার ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৪ টা থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মশহুদ রাহমান ও সাধারণ সম্পাদক রাজু দেব রিটন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হটলাইন থেকে নম্বার নিয়ে নুরউদ্দিনের (০১৭১০৭৩৭৩৫৫) সাথে কথা বললে আমার সিলেটকে তিনি জানান, “জয়বাংলা বাইক সার্ভিস” আজ বিকাল সাড়ে ৪ টায় উদ্বোধন করা হয়েছে।আমাদের ছাত্রলীগের কর্মিরা এর মাধ্যমে সেবা দিবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘যেহেতু সর্বাত্তক লকডাউন চলছে এ সময় যাদের বাহিরে আসতে সমস্যা বা পুরুষ লোক নেই অথবা যে কোন বিপদে যেমন, চিকিৎসা,ঔষধ,খাদ্যের জন্য আমাদের হটলাইনে ফোন করে পরিমাণ মত মূল্যের টাকা দিয়ে দিলে আমাদের কর্মিরা নিজ খরচে স্বাস্থ্য বিধি মেনে অর্ডারে প্রদেয় টাকার সমপরিমাণ প্রয়োজনীয় ঔষধ,খাদ্য তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।এর জন্য কোন বাড়তি খরচ নেওয়া হবেনা।তিনি আরও বলেন,আমাদের হটলাইন নাম্বারে নির্দ্বিধায় কল দিতে পারেন ২৪ ঘন্টার যেকোনো সময়।’