শ্রীমঙ্গল কালাপুরে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটি গঠন

0
981
শ্রীমঙ্গল কালাপুরে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটি গঠন
শ্রীমঙ্গল কালাপুরে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটি গঠন

মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।গত ৬ মাসের অধিক কাল ধরে আহ্বায়ক কমিটি দাবী আদায়ের জন্য কাজ করে আসছে বলে কমিটি সুত্রে জানা যায়।

গত কাল ১৮ জুন শুক্রবার বা’দ মাগরিব উপজেলার কালাপুর বাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে “কালাপুর ইউনিয়নে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটি গঠন” করা এ সময় শতাধিক লোককে অংশ গ্রহণ করতে দেখা যায়।

সভায় অত্র ইউনিয়নের সকল নাগরিকের প্রানের দাবী প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করে পরিবেশের ভারসাম্যতা রক্ষায় বনায়ন বৃদ্ধির মাধ্যমে নিজেদের এলাকার সম্পদ বুকের রক্ত (গ্যাস) প্রাপ্তির ন্যায্য অধিকার রয়েছে আমাদের,উপস্থিত যুবকরা তাদের বক্তব্যে এমন দাবী করেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে।  

পরে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য রেখে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালাপুর ইউনিয়নে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটির উপদেষ্টাবৃন্দঃ

১. সাইদুর রহমান কাওছার

২. আব্দুল আলী

৩. আলাল মিয়া

৪. সাইদ হাসান জুয়েল

৫. আব্দুল ওয়াহিদ

৬. জুলফিকার আলি 

৭. আনোয়ার হোসেন তালুকদার 

৮. জহিরুল ইসলাম আবুল

৯. আনিসুল ইসলাম আশরাফী

১০. জিলাদ আহমদ

১১. কামাল মিয়া

কালাপুর ইউনিয়নে গ্যাস সংযোগ চাই বাস্তবায়ন কমিটিঃ

সভাপতি: মাওলানা মুজাহিদুল ইসলাম 

সহ সভাপতি: 

১. মাওলানা মোঃ আলাউদ্দিন, ২. মোহাম্মদ ধন মিয়া, ৩. হাফিজুর রহমান তুহিন চৌধুরী, ৪. মোঃ মিজানুর রহমান, ৫. ফুয়াদ আহমদ, ৬. তুফায়েল আহমদ, ৭. আব্দুল হাকিম

সাধারণ সম্পাদকঃ মাওলানা আব্দুল হাই শফি

সহ-সাধারণ সম্পাদকঃ ১. শাহ আলম, ২. হাবিবুর রহমান রনি, ৩. শাহিন হোসেন, ৪. রাহিন আহমদ

অর্থ সম্পাদক (ক্যাশিয়ার): মাওলানা হুসাইন আহমদ 

প্রচার সম্পাদক: মাওলানা আব্দুল বাছিত আজাদ

সহপ্রচার সম্পাদক: শেখ নাজমুল ইসলাম 

প্রকাশনা সম্পাদক: মাওলানা নুরুদ্দীন আহমদ

সাংগঠনিক সম্পাদক: রিপন আহমদ

সহসাংগঠনিক সম্পাদক: প্রণয় দেব

কার্যকরী সদস্য: 

১. হেকমত আহমদ শাওন, ২. মোঃ তবারক আলী, ৩. হাবিবুর রহমান লোবন

উল্লেখ্য,২০০৫ সাল থেকে কালাপুর গ্যাস কুপ থেকে গ্যাস উত্তোলন হয়ে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ হলেও এলাকাবাসীর প্রানের দাবী গ্যাস সংযোগের দির্ঘদিনের এই প্রত্যাশা আজও আলোর মুখ দেখেনি।  অথচ শত বছর ধরে বনায়ন থেকে জ্বালানি সংগ্রহ করে এই এলাকার মানুষ জ্বালানী কাজে ব্যবহার করে আসছে ফলে পরিবেশ ও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে।