শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে ডাকাতি ২০জনের অধিক আহত

    0
    272

    হৃদয় দাশ শুভ,নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিটিআরআই সংলগ্ন চা বাগান-রাবার বাগান এলাকার বেলতলী নামক স্থানে সংঘবদ্ধ ডাকাত দল গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতি করেছে বলে স্থানীয় একটি সুত্রে জানা গেছে ৷

    বিস্তারিত অনুসন্ধানে জানা যায় শ্রীমঙ্গলের বিটিআরআই সংলগ্ন রাবার বাগানের সামনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেছে একদল ডাকাত। তাদের হামলায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ডাকাতরা যাত্রীদের মারধর করে মুঠোফোনসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
    মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে  ১২টা ১০ মিনিট পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
    ডাকাতির শিকার হওয়া গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফের কর্মচারী আরিফ রানার সাথে কথা বলে  জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআইয়ের পাশে বেলতলী এলাকায় গাছ ফেলে একদল লোক আমাদের স্টাফ বাসটি আটকে দেয় এবং আমাদের গাড়ীর দরজাটি খুলতে বলে৷আমরা দরজাটি না খুললে আমাদের গাড়ীর সামনের গ্লাসটি ভেঙ্গে ফেলে,তারপর আমরা গাড়ীর দরজা খুলতে বাধ্য হই ৷
    দরজা খোলার সাথে সাথে ডাকতরা আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পরে আমাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আমাদের  দুই স্টাফ ইমরান ও আশরাফের হাত ভেঙ্গে ফেলে ৷
    অনান্য আহতরা হলেন- গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের  ড্রাইভার মনি সিংহ (৪৫), আরিফ রানা (২৮), হেলাল উদ্দিন (৩০), সোহেল মিয়া (১৮), সুজন বৈদ্য (৩০), দুলাল মিয়া (১৮), মিনহাজ (২০), মোহাম্মদ আলী (২৪), মো. আলম শেখ (১৯), মো. জুয়েল (১৭)। তারা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
    আহতরা জানান, ডাকাতরা ওই সড়কে যাত্রীদের সাড়ে ১১ টা থেকে প্রায় চল্লিশ মিনিট অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ আসলে তারা চা বাগানের দিকে পালিয়ে যায়।
    তারা আরও জানান ডাকাতরা চল্লিশ মিনিটের মধ্যে প্রায় ২০-২৫ টির মত গাড়িতে হামলা ও ভাংচুর চালায়,ডাকাতরা নিজেদের মধ্যে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিলো এবং গোপন সংকেত হিসেবে “মাছ” শব্দটি ব্যবহার করছিলো ৷
    তবে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বেলতলী নামক স্থানে গতরাতে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে একদল লোক ডাকাতির চেষ্টা করে এবং ৪/৫ টি গাড়ী,২টি সিএনজি,২টি প্রাইভেট কার ও একটি অটোরিক্সা ভাংচুর করে এবং নগদ ২০/২৫ হাজার টাকা ও ৭/৮ মোবাইল ছিনিয়ে নেয় ৷
    ঘটনাস্থলে পুলিশ পৌছানোর সাথে সাথে ডাকাতদল পালিয়ে যায়,আমরা ডাকাতদল কে ধরার জন্য অভিযান পরিচালনা করছি এবং শহরজুড়ে টহল জোরদার করেছি৷আপডেট নিউজ