শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মার্চঃদৈনিক  ভোরের  কাগজ  এর  স্টাফ  রিপোর্টার  এবং  একুশে  টিভির  মৌলভীবাজার  জেলা   প্রতিনিধি  বিকুল  চক্রবর্তীর  সঞ্চালনায়  বিশ্ব  বন্যপ্রাণী  সংরক্ষণ  দিবস  উপলক্ষে  গতকাল  সন্ধ্যা  ৭   ঘটিকায়  হবিগঞ্জ  রোডস্থ  শ্রীমঙ্গল  উপজেলা  প্রেসক্লাবে  এক  সেমিনার  অনুষ্ঠিত  হয় । উপজেলা  প্রেসক্লাবের  সভাপতি  অ্যাডভোকেট  এ এস  এম  আজাদুর  রহমান’র  সভাপতিত্বে  উক্ত  সেমিনারে  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  সহকারী  পুলিশ  সুপার  মো:  আশফাকুজ্জামান।

    বিশেষ  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  সহকারী  বন  সংরক্ষন  কর্মকর্তা  মো: তবিবুর  রহমান, বাংলাদেশ  আওয়ামীলীগের  কেন্দ্রিয়  নেতা  মো:  আরিফুল  হাই  রাজীব,  সাবেক  পৌর  চেয়ারম্যান  সাপ্তাহিক  শ্রীভুমি  পত্রিকা’র  প্রকাশক  বীর  মুক্তিযোদ্ধা  এম. এ. রহিম , বালাগঞ্জ  ডিগ্রি  কলেজের  সহকারী  অধ্যাপক  অবিনাশ  আচার্য্য।

    উক্ত  সেমিনারে  বিশ্ব  বন্যপ্রাণী  সংরক্ষন  দিবসের  তাৎপর্য  তুলে  ধরে  বিষয়  ভিত্তিক  বক্তব্য  রাখেন  ডেইলি  ইন্ডাস্ট্রি’র  উপজেলা  প্রতিনিধি  দ্বারিকা  পাল  মহিলা  ডিগ্রি  কলেজ  এর  সহকারী  অধ্যাপক  রজত  শুভ্র  চক্রবর্তী,  লাউয়া  ছড়া  বন  ও  জীববৈচিত্র  রক্ষা  আন্দোলন  কমিটির  আহ্বায়ক   দ্বারিকা  পাল  মহিলা  ডিগ্রি  কলেজ  এর  প্রভাষক  জলি  পাল,  নি: স্বর্গ  ইকো  কটেজের  সত্বাধিকারী  মো:  শামসুল  ইসলাম,  গ্রীণলীফ  ইকো  ট্যুরিজম  এন্ড গেষ্ট  হাউজের  ব্যাবস্থাপক  এস. কে. দাশ  সুমন।
    এছাড়া  উক্ত  আলোচনা  অনুষ্ঠানে  শ্রীমঙ্গল  উপজেলা  ছাত্রলীগের  নেতৃবৃন্দ  সহ  আমন্ত্রিত  অতিথিবৃন্দের  অংশগ্রহণে  সেমিনার  টি  মুক্ত  আলোচনায়  রুপ  নেয়।  বক্তারা  দেশের  বনজ  সম্পদ  রক্ষা   এবং  বন্যপ্রাণীর  অভয়ারণ্য  সংরক্ষণের  উপর  গুরুত্ব  আরোপ করেন।