শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তার উদ্যোগে শহরে সুরক্ষা এলার্ট বুথ স্থাপন

0
1626
শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তার উদ্যোগে শহরে সুরক্ষা এলার্ট বুথ স্থাপন
শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তার উদ্যোগে শহরে সুরক্ষা এলার্ট বুথ স্থাপন

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর উদ্যোগে করোনা মহামারী সঙ্কট মুহুর্তে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব পালন করে শহরে বা বাহিরে প্রয়োজনে আসা যাওয়ার ব্যাপারে সতর্কতা ও মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদান এবং স্বাস্থ্য বিধি লঙ্গনে আইন প্রয়োগের বাধ্যবাদকতাসহ করোনা ঝুঁকির ব্যাপারে শ্রীমঙ্গল শহরে কয়েকটি পয়েন্টে সুরক্ষা এলার্ট অস্থায়ী বুথ স্থাপন করেছে।

এতে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধিমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করে লোকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদান ও আইন লঙ্গনে সতর্ক করে যাচ্ছেন।

হবিগঞ্জ রোডস্থ আখরা মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে শুক্রবার (৭ মে) বিকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দশরথ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, শিক্ষকদের মধ্যে সাইফুল ইসলাম, মন্টু দাস, সুভাষ রবিদাস, স্বপন কান্তি পাল, সুব্রত দাস দীর্ঘ সময় মাইকে প্রচারণা চালিয়ে শহরে আগন্তকদের বারবার সতর্ক করে যাচ্ছেন।

এ সময় ঝলক কান্তি চক্রবর্তী আমার সিলেটকে জানান শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তার উদ্যোগে সুরক্ষা এলার্ট আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার প্রোগ্রামটি আগামী ১১ মে পর্যন্ত কয়েকটি স্থানে চলবে,অপরদিকে শহরের চৌমুহনাস্থ সুরক্ষা এলার্ট বুথ থেকে বাংলাদেশ স্কাউট সম্পাদক বিমান বর্ধন বলেন, বাংলাদেশ স্কাউট পরিবার,প্রাথমিক শিক্ষা পরিবার ও মাধ্যমিক শিক্ষা পরিবার প্রতিদিন সুরক্ষা এলার্ট এর কার্যক্রম ঈদের পুর্ব দিন পর্যন্ত চালিয়ে যাবে।