শ্রীমঙ্গল আ’লীগ রাজনীতিতে নতুন মেরুকরণ চেষ্টাঃনতুন প্রার্থী

    0
    386
    হৃদয় দাশ শুভ,নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গলে আওয়ামীলীগের রাজনীতিতে নতুন মেরুকরণ চেষ্টার সম্ভাবনা দেখা যাচ্ছে, এ মেরুকরণে অংশগ্রহন করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী,তিনি আসন্ন  একাদশ সাংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে প্রার্থী হতে চান এমন ইঙ্গিতই পাওয়া গেছে বিভিন্ন বক্তাদের বক্তব্য থেকে।
    গতকাল সোমবার বিকালে শহরের মহসিন অডিটোরিয়ামের অনুষ্ঠানটি ছিলো “বঙ্গবন্ধুর কথা বলার ও মুক্তিযুদ্ধের কথা শোনার” কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে দাড়ালো শ্রীমঙ্গল আওয়ামী লীগের রাজনীতির এক নতুন মেরুকরনের সভায় ৷গতকাল (১০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের মহসীন অডিটোরিয়ামে আয়োজন করা হয় “এসো বঙ্গবন্ধুর কথা বলি,মুক্তিযুদ্ধের কথা শুনি” যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ৷মুক্তিযুদ্ধের গল্প শোনার অনুষ্ঠান হলেও সেখানে বক্তাদের কথায় স্পষ্ট হয়ে যায় শ্রীমঙ্গলে আওয়ামীলীগের রাজনীতির এক নতুন মেরুকরনের ৷

    আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীকে শ্রীমঙ্গল কমলগঞ্জ আসন থেকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে বক্তব্য দিতে থাকেন তখন মঞ্চে আলোচনা সভার সভাপতি দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামীলীগের আরেক মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মনসুর উল হক তা ছাড়া ওই সময় আরেক সম্ভাব্য প্রার্থী ডা হরিপদ রায় ও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন৷আলোচনা সভায় বক্তারা এই নির্বাচনী আসনের অভিভাবকত্ব শেখ হাসিনা যাতে অধ্যক্ষ আহাদের হাতে তুলে দেন সেই দাবীও জানান ৷

    তবে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী তার বক্তব্যে বলেন “প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই কাজ করবো” ৷তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেই দিকে সকলের দৃষ্টি রাখতে হবে ৷ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে আওয়ামীলীগের একাধিক নেতা মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন,সেখানে অধ্যক্ষ আহাদ যেন অনাহূত অতিথির মত হানা দিলেন তাদের ডেরায় ৷

    এরই মাঝে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা স্বল্প সময়ে নিজেদের বীরগাঁথা কাহিনী বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন।আমরা যখন দেখি আমাদের ছেলেরা জামাত শিবির করে তখন গলায় ফাঁস দিয়ে মরে যেতে ইচ্ছে করে,এ সময় আরেক নারী মুক্তিযোদ্ধার সহ ধর্মিনি বলেন আপনারা বাচ্চাদের রুপকথার কাহিনী না বলে মুক্তিযোদ্ধাদের কাহিনী বলে বাচ্ছাদের ঘুম পারান তবেই আমাদের আগত প্রজন্ম মুক্তিযোদ্ধা কি তা জানবে।

    এ ব্যাপারে শ্রীমঙ্গল আওয়ামীলীগের একাধিক সিনিয়র নেতার সাথে কথা হয় “তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন ” শ্রীমঙ্গল কমলগঞ্জের উন্নয়নে আমাদের বর্তমান এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির কোন জুড়ি নেই৷তিনি দুঃসময়ে আওয়ামীলীগকে এই জেলায় নেতৃত্ব দিয়েছেন এখনও হাল ছাড়েননি৷বর্তমানে কিছু সুবিধাবঞ্চিত লোক এমপির কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে প্রার্থী বদলাতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন৷তবে তারা সফল হবেন না কারণ এ অঞ্চলের জনগণ জানেন যে আব্দুস শহিদের বিকল্প তিনি নিজেই।তবে তারা এও বলেন জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো।