শ্রীমঙ্গলে ৯ ইউপির-৬ টিতে নৌকা, বিদ্রোহী-১,স্বতন্ত্র-২ প্রার্থির বিজয়

0
457
শ্রীমঙ্গলে ৯ ইউপির-৬ টিতে নৌকা, বিদ্রোহী-১,স্বতন্ত্র-২ প্রার্থির বিজয়

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বসচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচনে সংখ্যার দিক থেকে এগিয়ে নৌকার প্রার্থীরা। উপজেলার ৯ ইউপির-৬ টিতে নৌকা, ১ টিতে বিদ্রোহী, ২ টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থির জয় হয়েছে।

১-নং মির্জাপুর ইউনিয়নে মিছলু আহমেদ চৌধুরী আওয়ামীলীগ বিদ্রোহী (ঘোড়া) প্রতীক, তিনি ৫৭৯০ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপূর্ব চন্দ্র দেব (নৌকা) প্রতীক নিয়ে ৫৬১৬ টি ভোট পেয়েছেন।

২-নং ভূনবীর ইউনিয়নে আব্দুর রশিদ (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ৮০৭৫ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ইদ্রিস আলী (ঘোড়া) প্রতীকে ৬১১৪ টি ভোট পেয়েছেন।

৩-নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে মোঃ দুধু মিয়া (ঘোড়া) প্রতীকে ১০,৯৩২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে মোঃ আবু তালেব বাদশা ৮১৩১ টি ভোট পেয়েছেন।

৪-নং সিন্দুরখান ইউনিয়নে ইয়াসিন আরাফাত রবিন (ঘোড়া) প্রতীক নিয়ে ৭৭৩৯ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল হেলাল (নৌকা) প্রতীক নিয়ে ৭১৪৯ টি ভোট পেয়েছেন।

নিজ নিজ প্রার্থিদের অপেক্ষায় রাত ১২ টায় উপজেলা চত্বরে সমর্থকদের অপেক্ষা

৫-নং কালাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব (নৌকা) প্রতীক নিয়ে ৬১৫০ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফজলুর রহমান ফজলু (ঘোড়া) প্রতীক নিয়ে ৫০৫১ টি ভোট পেয়েছেন।

৬-নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা) প্রতীক নিয়ে ১০৪৩৪ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ তাজ উদ্দীন (আনারস) প্রতীকে ৭২২৬ টি ভোট পেয়েছেন।

৭-নং রাজঘাট ইউনিয়নে বিজয় বেনার্জি (নৌকা) প্রতীক ১১,২৬৬ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধীমান চন্দ্র বসাক (আনারস) প্রতীকে ১৬৮৩ টি ভোট পেয়েছেন।

৮-নং কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা (নৌকা) প্রতীক ৬৯৭৪ টি ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত প্রার্থী বিজয় হাজরা ( আনারস) প্রতীকে ৩৮৭১ টি ভোট পেয়েছেন।

৯ নং সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাকু( নৌকা) প্রতীক, তিনি ৪১৭৭টি ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত মিলন শীল আনারস প্রতীকে ২৭৮২টি ভোট পেয়েছেন।

কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো। নয়টি ইউনিয়নের মোট ভোটার ছিলো ২ লক্ষ্য ১৪ হাজার ৪৩ জন।

শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল রিটানিং তপন জ্যোতি অসীম,বড়লেখা উপজালে নির্বাচন কর্মকর্তা চৌধুরী এস এম সাদিকুর রহমান, শ্রীমঙ্গল রিটারিং অফিসার (মৎস) কর্মকর্তা মোঃ ফারাজুল কবির।