শ্রীমঙ্গলে হ্যাণ্ডবল প্রশিক্ষণ শুরু

    0
    432

    শ্রীমঙ্গল, ২১ এপ্রিল : বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১২-১৩ইং আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার অনুর্ধ্ব ১৬ ভিক্টোরিয়া বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্কুলের বালকদের নিয়ে শনিবার বিকেলে মাসব্যাপী হ্যাণ্ডবল প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। হ্যাণ্ডবল প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক অংশগ্রহণ করে। অংশ গ্রহণকারী বিদ্যালয় হলো ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামিয়া উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়। ভিক্টোরিয়া বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী মাসব্যাপী হ্যাণ্ডবল প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারীদের হ্যাণ্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করেন। সিনিয়র সহকারী শিক্ষক সুশান্ত দেব এরসভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষক সাবেক জাতীয় ফুটবল দলের ফুটবলার ইকরাম রানা, প্রশিক্ষক মো. আব্দুল মোমিন, ধীরেন্দ্র চন্দ্র দাশ, মাহমুদা ইয়াসমিন প্রমুখ।