শ্রীমঙ্গলে হাসপাতাল,ক্লিনিকে বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা প্রদান

    0
    258

    জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ উদ্যোগে সরকারী ও বেসরকারী হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটার, গ্লাভস্,পিপিই, অবৈতনিক কর্মচারীদের জন্য নগদ অর্থ প্রদান।

    শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শ্রীমঙ্গল উপজেলার ঔষুধ ব্যবসায়ীর সভাপতি সৈয়দ মনসুরুল হক নিজ উদ্যোগে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটার,গ্লাভস্,পিপিই, অবৈতনিক কর্মচারীদের জন্য নগদ অর্থ প্রদান করেন।

    আজ ১৯ এপ্রিল (রবিবার) সকালে সেফটি সামগ্রী গুলি গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সাজ্জাদ হোসেন চৌধুরী,আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ।

    এর আগে তিনি শহরের গুহ রোডে অবস্থিত কেয়ার প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্স ও পোস্ট অফিস রোডে অবস্থিত প্রাইভেট পলি ক্লিনিক এর এ্যাম্বুলেন্স চালকদের পিপিই প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র,সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাভলু,স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।