শ্রীমঙ্গলে সনাতন ধর্মের প্রচেষ্ঠায় গড়ে উঠছে “গীতা স্কুল”

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮মার্চ,জহিরুল ইসলামঃ শ্রীমঙ্গলের সবুজবাগ , আমরাইল ছড়া চা বাগানের পর শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের দূর্গা মন্দিরে উদ্বোধন হলো সনাতন সেবা সংস্থা বৈদিক এর ৩য় গীতা স্কুল। শুক্রবার সকালে ভাড়াউড়া গীতা স্কুল এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, রশীদপুর গ্যাস ফিল্ডের প্রকৌশলী জীবন শান্তি সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ।

    সমবেত কন্ঠে প্রার্থনা গীতার শ্লোক উচ্চারন, শিক্ষক শিক্ষার্থী দের মাঝে ধর্মীয় প্রাথমিক জ্ঞান প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।গীতা স্কুলের ক্লাস শুরুর পূর্বে স্কুলের কার্যক্রম তুলে ধরেন বৈদিক এর সদস্য কাজল হাজরা

    এ ব্যাপারে বৈদিক এর অন্যতম সদস্য শিমুল তরফদার জানান, নতুন প্রজন্মের কাছে ধর্মীয় জ্ঞান পৌছে দিতে ও সকলের মাঝে ধর্মীয় আচার আচরন , নিয়ম নীতি তুলে ধরতে আমরা সনাতন সেবা সংস্থা বৈদিক এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার প্রতিটি এলাকায় গড়ে তুলেছি এক একটি গীতা স্কুল । যেখানে ছোট সোনামনিরা গীতা শিক্ষার পাশাপাশি ধর্মীয় গ্রন্থ গুলোর চর্চা করতে পারে।